সুধি,
এবছর ২৬তম বইমেলায় “বইয়ের জন্য হাঁটুন” পদযাত্রা অনুষ্ঠিত হবে ৪ই ডিসেম্বর ২০২২। জনসাধারণকে বইমুখী করতে এই পদযাত্রায় অংশ নেবে বিভিন্ন স্কুলের প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রী। তাদের উৎসাহিত করতে , তাদের জন্য টিফিনের আয়োজন করতে আপনি কোন আর্থিক সাহায্য করতে চাইলে আমরা তা কৃতজ্ঞতার সঙ্গে গ্রহন করব।
আগ্রহী ব্যাক্তি টাকা পাঠাতে পারেন ৮৭৭৭২৮৬১৯৪ নম্বরে (phone pay/google pay/ paytm). দাতাদের তালিকা এখানে প্রকাশিত হবে।