২৫ তম কল্যাণী বইমেলাকে স্মরণীয় করে রাখতে লিটিল ম্যাগাজিন উপসমিতি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছে। পঁচিশে পঁচিশ। এই উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার শপথ হিসেবে এবছরের প্রয়াস হলো মরণোত্তর চক্ষুদান ও দেহদানের অঙ্গীকারপত্র স্বাক্ষর কর্মসূচি। পাশাপাশি সমিতির উদ্যোগে ন্যূনতম ২৫ জন দৃষ্টিহীন পড়ুয়ার পড়াশুনার সুবিধার্থে তাঁদের ব্রেইল কলম-কাগজ এবং একই সঙ্গে নাকাশিপাড়ার নির্মল হৃদয় সমিতির অন্তত ২৫ জন মানসিক ভারসাম্যহীন মানুষকে কম্বল প্রদান করা হবে। এই বইমেলাতে বিগত কয়েক বছরের মতো শিক্ষা হলো আপনাদের নিয়েই আমরা। এই শীর্ষক শিক্ষা থেকেই সকলের কাছে সাধ্যমতো কম্বল কিনে দেওয়া এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে সমিতির তরফে। মেলা চলাকালীন সবার উপস্থিতিতেই ১০ ডিসেম্বর এসব সামগ্ৰী একত্রিত করে গ্রহীতাদের হাতে তুলে দেওয়া হবে। একাজে সবার সাহায্যপ্রার্থী বইমেলা উপসমিতি। যেভাবে সম্ভব, সেভাবেই সাহায্য করুন। এই আবেদন সমিতির।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ৯৪৩৩৭ ১০১৪১, ৯৪৩৩৭ ১০২৩৮, ৬২৯১০ ৭৬৬৩০ নম্বরে।