কল্যাণীতে বইমেলা কমিটি ও নাগরিক কমিটির উদ্যোগে ৫ই জুন ২০২১ শনিবার পলিত হলো পরিবেশ দিবস। কোভিড আবহে শহরের বিভিন্ন বাজার স্যানিটাইজ করার পাশাপাশি কোভিড সংক্রান্ত সচেতনামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে কল্যাণীর বিভিন্ন প্রান্তে চারাগাছ রোপন করা হয়। অন্যান্যদের সঙ্গে এই কর্মসূচিতে হাজির ছিলেন কল্যাণী বিধানসভার সংযুক্ত মোর্চার সিপিআইএম-এর প্রার্থী সবুজ দাসও।এই কর্মসূচি বিষয়ে কী জানালেন নাগরিক কমিটির সম্পাদক সজল রাউত, বইমেলা কমিটির কর্মকর্তারা ও সবুজ দাস?আসুন জেনে নিই বার্তা ৩৬৫-র নিউজ টিমের প্রতিবেদনে
ভিডিও দুটি দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
https://www.facebook.com/watch/?v=910944229482621