Conveners of Different Subcommittee 2022

কল্যাণী বই মেলা কমিটি -২০২২

বিভিন্ন উপসমিতির যুগ্ম আহ্বায়ক:

(১) অর্থ উপসমিতি:

শ্রী তাপস রায় ও শ্রী ভানু গোস্বামী।

(২) সাংস্কৃতিক উপসমিতি:

শ্রী সজল রাহুত ও শ্রীমতী চম্পা বিশ্বাস।

(৩) সাংস্কৃতিক প্রতিযোগিতা:

শ্রী প্রসেনজিৎ গুহ ও শ্রীমতী নিলিমা চন্দ্র।

(৪) অভ্যর্থনা উপসমিতি:

শ্রীমতী কাবেরী রায় বর্মণ ও শ্রীমতী সন্ধ্যা বিশ্বাস।

(৫) লিটিল ম্যাগাজিন:

শ্রী রাজীব সাহা ও শ্রী সৌরভ ভট্টাচার্য।

(৬) ব্যান্ডের যুদ্ধ:

শ্রী দেবজ্যোতি তরফদার ও শ্রী সন্দীপ দাস।

(৭) স্মরণিকা উপসমিতি:

শ্রী ত্রিদিবেশ ভট্টাচার্য্য ও শ্রীমতী লীনা ভট্টাচার্য্য।

(৮) খাদ্য উপসমিতি:

শ্রীমতী চন্দ্রানী রায় ও শ্রীমতী দেবারতি দাস।

(৯) সেমিনার উপসমিতি:
শ্রী সুজয় বিশ্বাস ও শ্রীমতী রুণু বসু।

(১০) মিডিয়া উপসমিতি:

শ্রী সুমন গাংগুলী ও শ্রী দীপঙ্কর এডবার।

(১১) বিজ্ঞাপন উপসমিতি:

শ্রী প্রদীপ কুমার সরকার ও শ্রী আজাদ মল্লিক।

(১২) “বই-এর জন্য হাঁটুন”:

শ্রী প্রফুল্ল হালদার ও শ্রী বিপুল রায়।

(১৩) বাণিজ্যিক স্টল উপসমিতি:

শ্রী পুলক রায় ও শ্রী সুব্রত ঘোষ।

(১৪) দপ্তর উপসমিতি:

শ্রী অরুণ ভট্টাচার্য্য ও শ্রী সৌরভ গুপ্ত ভায়া।

(১৫) ই- প্রচার উপসমিতি:

ড: অজয় ঘোষ ও শ্রী সৌম্য মজুমদার।

(১৬) প্রচার উপসমিতি:

শ্রী অসীম দে ও শ্রী পরিতোষ মন্ডল।

(১৭) রক্তদান উপসমিতি:

শ্রী সৌরভ দাস ও শ্রী সাবির আলি মন্ডল।

(১৮) ভাবনা ও স্মারক উপসমিতি:

শ্রী অম্লান বিশ্বাস ও শ্রী সুজিত দাস।

(১৯) দৈনিক টিকিট উপসমিতি:

শ্রী অমল মালো ও শ্রী পূর্নেন্দু আচার্য্য।

(২০) প্যান্ডেল উপসমিতি:

শ্রী জ্যোতি প্রকাশ তরফদার ও শ্রী বিমল দাস।

(২১) মাঠ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা উপসমিতি:

শ্রী অসিত গুহ ও শ্রী অমিতাভ বড়ুয়া।

২২) ফুড স্টল উপসমিতি:

শ্রী মৃদুল দে ও শ্রী দিলীপ পাল।

(২৩) বুক স্টল উপসমিতি:

শ্রী অরুনাক্ষ সাহা ও শ্রী আশিস চ্যাটার্জী।

Share this via
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •