Condolence

Condolence of Mr Manoj Mitra
বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র আজ সকাল ৮ টা ৩০ মিনিটে কলকাতার এক বেসরকারী হাসপাতালে প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তাঁর মৃত্যুতে কল্যাণী বইমেলা কমিটি গভীর শোক জ্ঞাপন করছে। তাঁর পরিবার- পরিজন, আত্মীয় – স্বজন, বন্ধুবান্ধব ও অগুনতি গুনমুগ্ধদের প্রতি সহমর্মিতা জানায় কল্যাণী বইমেলা কমিটি।
তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় কল্যাণী বইমেলা কমিটি।
কল্যাণী বইমেলা কমিটি, ১২.১১.২৪
বি-১৩/৫৩(এস), সেন্ট্রাল পার্ক, কল্যাণী, নদীয়া

.

.

Condolence for writer Samares Majumdar

দীপঙ্কর চক্রবর্তীর প্রয়ানে শোক জ্ঞাপন

কল্যাণী বই মেলা কমিটি

বি-১২/৫৩ (এস), সেন্ট্রাল পার্ক, কল্যাণী নদীয়া।

।। দীপঙ্কর চক্রবর্তীর প্রয়ানে শোক জ্ঞাপন (জন্ম: ০৭.১১.১৯৫৬, মৃত্যু: ০৪.০৫.২০২৩) ।।

কল্যাণী বই মেলার অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক দীপঙ্কর চক্রবর্তী আজ ভোর বেলায় কলকাতার অ্যাপোলো নার্সিং হোমে প্রয়াত হয়েছেন। প্রায় দুই বছর তিনি নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন। দীপঙ্কর চক্রবর্তী কল্যাণী বই মেলার প্রথম দিকের অন্যতম সংগঠক এবং আজীবন তিনি বই মেলার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। শেষ দুই বছর শারীরিক অসুবিধার কারণে বই মেলায় আসতে পারেন নি। শুধু বই মেলা নয়,কল্যাণী শহরে নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন।
তাঁর প্রয়াণে কল্যাণী বই মেলা কমিটি গভীর শোক জ্ঞাপন করছে। তাঁর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অসংখ্য গুনমুগ্ধ ব্যক্তিবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে কল্যাণী বই মেলা কমিটি।
তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায় কল্যাণী বই মেলা কমিটি।

কল্যাণী বই মেলা কমিটি
০৪.০৫.২০২৩

  ।।শোক জ্ঞাপন।।

প্রয়াত হলেন ‘পাণ্ডব গোয়েন্দা’ স্রষ্টা সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। আজ ০৩.০৩.২০২৩ তারিখ সকাল ১১ টায় হাওড়ার এক নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। গত ডিসেম্বর মাস থেকেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

১৯৪১ সালে হাওড়া জেলার ষষ্ঠীতলার খুরুটে তাঁর জন্ম।

কল্যাণী বই মেলায় তিনি ২০১৮ সালে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন।

তাঁর প্রয়াণে কল্যাণী বই মেলা কমিটি গভীর শোক জ্ঞাপন করছে। তাঁর শোকসন্তপ্ত পরিবার – পরিজন ,আত্মীয়- স্বজন , বন্ধু – বান্ধব ও অসংখ্য গুনমুগ্ধ ব্যক্তিবর্গের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানায় কল্যাণী বই মেলা কমিটি।

কল্যাণী বই মেলা কমিটি
০৩.০৩.২০২৩

Condolence of Mr Shankar Chakraborty

Condolence of Mr Anil Chaudhuri

Condolence of Dr Nabanita Deb Sen

ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, কবি,শিক্ষাবিদ,পদ্মশ্রী,সাহিত্য একাডেমি ও কমল কুমার জাতীয় পুরস্কার প্রাপক নবনীতা দেব সেনের (১৩.০১.১৯৩৮–০৭.১১.২০১৯) প্রয়াণে কল্যাণী বই মেলা কমিটি গভীর শোক প্রকাশ করছে।ওনার প্রয়াণ বাংলা সাহিত্যে ইন্দ্র পতন। তাঁর স্মৃতির প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।

কল্যাণী বই মেলা কমিটি

Share this via
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •