কল্যাণী বই মেলা কমিটি
বি- ১২/৫৩ (এস), সেন্ট্রাল পার্ক, কল্যাণী, নদীয়া।
।। শিক্ষা বৃত্তি প্রদান।।
সুজনেষু,
পত্রারম্ভে আপনাকে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। নতুন বছর বঙ্গবাসীর কাছে আনন্দময় হয়ে উঠুক, এই আশাও পোষন করি আমরা।
২৬-তম কল্যানী বইমেলা-র আহ্বানে সাড়া দিয়ে বইমেলা কমিটি কর্তৃক বাছাই করা একজন শিক্ষার্থীকে এক বছর ধরে “শিক্ষা বৃত্তি” হিসাবে মাসিক টা ৫০০.০০ (পাঁচ শত টাকা) মাত্র প্রদানে এগিয়ে এসেছেন আপনি। আপনার এহেন অগ্রণী ভূমিকাকে আমরা কুর্ণিশ জানাই।
আমাদের পরিকল্পনানুযায়ী নিম্নলিখিত বিষয়াবলীর প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি :
(১) আগামী শনিবার, ৬ মে, ২০২৩ বিকেল ৫.০০টায় আপনার মত শুভানুধ্যায়ী ও ‘শিক্ষা বৃত্তি’ প্রাপক পড়ুয়াদের একটি মিলনসভা কল্যানী ইনডোর স্টেডিয়ামে (কল্যানী স্টেডিয়ামের সন্নিকটে ) অনুষ্ঠিত হবে। এই মিলনসভাতে যথাসময়ে আপনার উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করছি,
(২) এপ্রিল, ২০২৩ থেকে মার্চ,২০২৪ (মোট ১২ মাস) সময়কাল ধরে এই “শিক্ষা বৃত্তি” কার্যক্রম চলবে (২০২৩ – ২০২৪)। যেহেতু, এই সময়কালের প্রথম মাসটি মিলনসভার পূর্বেই অতিক্রান্ত হয়ে যাচ্ছে, সেহেতু ঐদিন প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যে টা ৫০০.০০ (পাঁচ শত টাকা) অর্থমূল্যের একটি অ্যাকাউন্ট পেয়ী চেক সঙ্গে নিয়ে আসার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আপনার সঙ্গে ‘শিক্ষা বৃত্তি’ কার্যক্রমে সম্পর্কিত পড়ুয়াটির নাম, ব্যাংক বিবরণী ও ফোন নম্বর সভার আগেই আপনাকে জানিয়ে দেব আমরা,
(৩) মে, ২০২৩ থেকে মার্চ, ২০২৪ পর্যন্ত মাসিক টাকা ৫০০,০০ হিসাবে আপনি প্রতি মাসের ১০ তারিখের মধ্যে ব্যাংক ট্রান্সফার/ ফোন পে/ গুগল পে-র মাধ্যমে সরাসরি শিক্ষার্থীকে প্রদানে দায়বদ্ধ থাকবেন,
(৪) নিয়মিত “শিক্ষা বৃত্তি” প্রেরণ ব্যতিরেকেও পড়ুয়াটির সঙ্গে আপনি যোগাযোগ রক্ষা করবেন ও তার লেখাপড়ার বিষয়ে খোঁজখবর রাখবেন, এবং,
(৫) বইমেলা কমিটির তরফ থেকে শ্রী দেবাশিস রায় (ফোন নম্বর :9433710141 ) এই কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত থাকবেন। যে কোনও প্রয়োজনে আপনি তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
আগামী শনিবার, ৬ মে, ২০২৩ বিকেল ৫.০০টায় আপনাকে মিলনসভাতে উপস্থিতির পুনরানুরোধ জানিয়ে এই পত্র শেষ করছি।
ধন্যবাদান্তে,
আপনার বিশ্বস্ত,
সোমনাথ মজুমদার ।
সম্পাদক
চলভাষ : ৯৪৩৩১৪৫৪৭১
২৬.০৪.২০২৩