Youtuber দের জন্য দারুন সুযোগ

কল্যাণী বইমেলাকে ভালো বেসে যারা বইমেলার উপর ভিডিও করতে চান তাদের স্বাগত।
সুবিধা: বইমেলার সমস্ত তথ্য, যা সাধারণের জন্য সেগুলি আগাম জানতে পারবেন।
সদস্য হবার সুবিধা পাবেন। সদস্য না হলেও অতিথি কার্ডের মাধ্যমে প্রতিদিন একাধিকবার বইমেলায় প্রবেশাধিকার।
বইমেলায়, বইমেলার ওয়েবসাইট এবং সমস্ত সোশ্যাল মিডিয়াতেও নিজের চ্যানেলের প্রচারের সুবিধা।
অন্য যে সমস্ত ইউটিউব বই মেলাতে কাজ করবে তাদের সাবস্ক্রাইবার থেকে নিজের সাবস্ক্রাইবার বাড়ানোর সুবিধা।
চ্যানেলের কন্টেন্ট ও ভিউ টাইম বাড়িয়ে রোজগারের সুবিধা।
যোগ্যতা: কল্যাণী বা নিকটবর্তী অঞ্চলের বাসিন্দা, ভাল ভিডিও তৈরির দক্ষতা, নূন্যতম 100 সাবস্ক্রাইবার।
সম্ভব্য ভিডিও: মেলা শুরু পর্যন্ত প্রতি সপ্তাহে একটি। মেলা চলা কালীন প্রতিদিন live/ edited.
যোগাযোগ: wharsapp 877 7286194
বি:দ্র: সীমিত সংখ্যক চ্যানেল কে সুযোগ দেওয়া হবে। আগে এলে অগ্রাধিকার পাবে।

Share this via
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Author: ajoy

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *