কল্যাণী বই মেলা কমিটি
বি-১২/৫৩ (এস), কল্যাণী, নদীয়া ।
তাং – ১৩.০৮.২০২২
মহাশয় / মহাশয়া,
আগামী ২১ আগষ্ট, রবিবার কল্যাণী বই মেলার সাধারণ বার্ষিক সভা (২০২১-২০২২) আমন্ত্রণ ভবনে ( সেন্ট্রাল পার্ক) বিকেল ৫ টায় অনুষ্ঠিত হবে।
আপনাকে সভায় উপস্থিত থাকার অনুরোধ করছি।
আলোচ্যসুচিঃ
১) সম্পাদকের প্রতিবেদন।
২) ২০২১-২০২২ বর্ষের অডিট রিপোর্ট।
৩) বই মেলার থিম নির্ধারণ।
৪) ২০২২-২০২৩ বর্ষের কার্যকরী কমিটি গঠন।
৫) বিবিধ।
নমস্কারান্তে-
অলোক বন্দ্যোপাধ্যায়
সভাপতি
সুচিত্র কর
কার্যকারী সভাপতি
সোমনাথ মজুমদার
(সম্পাদক)